কলকাতা

‘পঞ্চায়েতে কোনও গরমিল ধরা পড়লেই এফআইআর’, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর 

দলের ভাবমূর্তি ফেরাতে এবার কড়া পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টই নির্দেশ দিয়েছেন, ‘পঞ্চায়েতে কোনও গরমিল ধরা পড়লেই এফআইআর করতে হবে। এমনকী পঞ্চায়েতে যাঁরা দুর্নীতিতে জড়িত তাঁদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে।’ সেই সঙ্গে গ্রামোন্নয়ন প্রকল্পে কীভাবে টাকা খরচ হচ্ছে তার উপরে বাড়তি নজরদারির জন্যও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোটের কথা। যদিও গ্রাম বাংলা দখলের ভোট এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বর-জানুয়ারিতে ওই ভোট হতে পারে বলে আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।