কলকাতাঃ বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক করতে শেষে সিইএসসি-র কন্ট্রোল রুমে পৌঁছে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিক্টোরিয়া হাউসে গিয়ে সিইএসসির আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দ্রুত কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় তা নিয়ে কথা বলেন। যুদ্ধকালীন তত্পরতায় কলকাতা সহ শহরতলির বাসিন্দাদের ঘরে বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক করার কথা বলেছেন তিনি। এখনও শহর এবং শহরতলীর বিস্তীর্ণ এলাকা আম্ফানের কারণে বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সিইএসসি এখনও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। এই নিয়ে সিইএসসির মালিক সঞ্জিব গোয়েঙ্কার সঙ্গেও কথা বলেছন তিনি। পরিস্থিতি সামাল দিতে সিইএসসিকে জেনারেটর ভাড়া করে সাময়িক রেহাই দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে তিনদিন ধরে জল বিদ্যুত্ না পেয়ে নাজেহাল অবস্থা শহরের বাসিন্দাদের। শনিবার সকাল থেকে শহর এবং শহরতলির একাধিক জায়গায় তুমুল বিক্ষোভ হয়েছে। সোনারপুরে বিডিও অফিস ভাঙচুর হয়েছে। কলকাতার বেহালা, ইএম বাইপাস সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শহরবাসী।