বিহারের উদাহরণ টেনে পশ্চিমবঙ্গেও জেলা বৃদ্ধির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি ৷মুখ্যমন্ত্রীর কথামতো, আগামী দিনে রাজ্যে ৪৬টি জেলাও হতে পারে । এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো যদিও বা রাজ্যের হাতে রয়েছে ৷ তবে সমস্যা অফিসার নিয়ে । নতুন জেলা করতে গেলে যে পরিমাণ আমলা ও আধিকারিক প্রয়োজন, তা রাজ্যের হাতে নেই । তিনি বলেন, ‘‘বিহারে প্রচুর জেলা । আমাদেরও এভাবে জেলা ভাগ করে কাজ করতে হবে । এখন ২৭টি জেলা রয়েছে । ভবিষ্যতে ৪৬টি জেলাও হতে পারে ।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমাদের জেলাগুলি তুলনায় অনেক বড় । সেগুলিকে ভাগ করার প্রয়োজন রয়েছে । অথচ সেগুলি ভাগ করতে গেলে যে লোকবল প্রয়োজন, তা এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে নেই । আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা বৃদ্ধি নিয়ে ভাবনা দীর্ঘদিনের । ইতিমধ্যেই দার্জিলিং জেলাকে ভেঙে আলাদা করে কালিম্পং জেলা করা হয়েছে । সাবেক বর্ধমানকে ভেঙে দু’টি জেলা করা হয়েছে । পশ্চিম মেদিনীপুর থেকেও ঝাড়গ্রামকে আলাদা করে জেলার মর্যাদা দেওয়া হয়েছে । এখানেই শেষ নয় সরকারি পরিকল্পনায় দুই ২৪ পরগনা ভেঙে ৫টি জেলা করার ভাবনা রয়েছে । কিন্তু সরকারের যাবতীয় পরিকল্পনা আটকে যাচ্ছে মূলত ডব্লিউবিসিএস ও আইএএস অফিসারের অভাবেই । আর সেই কারণেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সরব হলেন ।