আগামী ২০ জানুয়ারির পর থেকে সরকারি কর্মচারীদের কার্যত ছুটি বাতিল। এর আওতা থেকে বাদ যাচ্ছেন না আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দফতরের সচিবরাও। নবান্ন সূত্রে খবর আগামী ২০ জানুয়ারি থেকে যে জনসংযোগ প্রোগ্রাম শুরু করছে গোটা রাজ্যজুড়ে সেই কারণেই আগামী ২০ জানুয়ারির পর থেকেই শনিবার করেও অফিস করতে হবে কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জনসংযোগ প্রোগ্রাম সোমবার থেকে শনিবার পর্যন্ত করা হবে। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র পিছু দুই থেকে তিন জন সরকারি কর্মচারী থেকে শুরু করে অফিসাররা এই কাজ করবেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেউ ছুটি নিতে পারবেন না। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না বলেও এদিন প্রশাসনের শীর্ষস্থরের আধিকারিকদের সামনে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুরু থেকেই কার্যত রাফ এন্ড টাফ ভূমিকা নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসাররা ভাল কাজ না করলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ও এদিনের বৈঠকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রে খবর।