কলকাতা

পেগাসাস: ফোনে আড়ি পাতা কাণ্ডে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠন করল রাজ্য

দিল্লি যাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বড়সড় পদক্ষেপ। হ্যাকিং রুখতে প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। এ দিন নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকু এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি পাতা হয়েছে, তা তদন্ত করে দেখবে এই কমিশন৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি জানিয়েছেন, ‘ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছি আমরা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনকোয়্যারি অ্যাক্ট (১৯৫২)-এর আওতায় এই কমিশন গঠন করা হয়েছে।’ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতিদের ফোনে আড়ি পাতা হয়েছে। আমরা সংসদের বাদল অধিবেশনে বিক্ষোভ দেখিয়েছি। ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ নেবে। কিন্তু কেন্দ্র কোনও রকমের ভ্রুক্ষেপ করেনি। তাই আমি দিল্লি যাওয়ার আগে কমিশন গঠন করে দিলাম। আমরাই প্রথম রাজ্য যারা এই ঘটনায় কমিশন গঠন করল। আশা করি বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে। কেউ না জাগলে তাকে জাগাতে হবে।’পেগাসাস বিতর্ক সামনে আসার পর গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার তদন্ত কমিশন গঠন করল৷ একদিকে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন গোটা দেশ কাঁপছে, তখনই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/568462961185698