রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্বাবধানে লাটবাগানে প্রায় ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। এদিন ফোনে নিজের বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের নিয়ে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রায় দুই লাখ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছে। ৬০ বছরের পর তাঁদের অবসর। তাঁদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি এই সিভিক ভলান্টিয়ারদের মৃত্যু হয় সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। আপনাদের বহু দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। অন্যান্য দাবিও পূরণ করে দেব।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কলকাতার সঙ্গে রাজ্য পুলিশের অধীনে যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা রয়েছেন তাঁদের বাৎসরিক অ্যাডহক বোনাস বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয় সরকারের তরফে। সেখানে বলা হয় বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে সিভিক ভলান্টিয়ারের সংখ্যাটা প্রায় এক লাখ ২৫ হাজারের কাছাকাছি। এই ঘোষণা পর স্বাভাবিকভাবেই খুশি তাঁরা।