জেলা

সন্দেশখালিকাণ্ডে পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিকাণ্ড নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, সিউড়ির সভা থেকে তিনি বলেন, “কোনও মহিলা এখনও এফআইআর করেননি। একটাও ধর্ষণের অভিযোগ নেই। আমি পুলিশকে বলেছি, সব কিছু ভাল করে তদন্ত করে দেখতে। সুও-মোটো মামলা করতে।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ, বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বিরোধীরা।সিউড়ি প্রশাসনিক সভায় সন্দেশখালি নিয়ে ফের ইডির বিরুদ্ধে তোপ দাগেন মুখমন্ত্রী। তিনি বলেন, ‘‘বাংলায় জট পাকানোর চেষ্টা করছে। একটা ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ইডি ঢুকেছে। তারপর বিজেপি ঢুকেছে। তারপর কিছু মিডিয়া ঢুকেছে। যার যা অভিযোগ আছে তার সব অভিযোগ নেওয়া হবে। আমি সুও-মোটো কেস করতে বলেছি। কারও কিছু নেওয়া হয়ে থাকলে ফেরত দেওয়া হবে। আমি জেলা পরিষদ ও ব্লক সদস্যকে গ্রেফতার করেছি। আরাবুল আমাদের দলের ভাঙড়ে গ্রেফতার হয়েছে।’’ মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, তিনি সন্দেশখালির পাশে আছেন। তাঁর কথায়, “আমি অফিসার পাঠাবো। যার যা অভিযোগ আছে, সেটা শুনবে। যদি কারও জমি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ সত্যি হয়, তাহলে তাদের সবার সবকিছু ফিরিয়ে দেওয়া হবে। কোনও মহিলা এখনও এফআইআর করেননি। একটাও ধর্ষণের অভিযোগ নেই। আমি আমার জেলা পরিষদের সদস্যকে গ্রেফতার করিয়েছি। আমি পুলিশকে বলেছি সব কিছু ভাল করে তদন্ত করে দেখতে।”