জেলা

বাগুইআটির দুই ছাত্র ‘খুন’ কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ‘ক্লোজ’ আইসি

দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে বাগুইআটি থানায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা ৷ তাঁরা থানার ভেতরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । ইতিমধ্যে বাগুইআটি কাণ্ডে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের দাবি, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷ বুধবার জোড়া খুনে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, বাগুইআটি থানার আইসি-কেও ‘ক্লোজ’ করা হয়েছে ৷ অতনুর দেহ ১৪ দিন বসিরহাটে মর্গে পড়ে থাকলেও কেন জানতেও পারল না পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তেজিত জনতা। বারবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন ডিজি মনোজ মালব্য। এর পাশাপাশি বাগুইআটি থানার ওসি কল্লোল ঘোষকে এই মামলার সমস্ত দায়িত্ব থেকে সরানো হয়েছে বলেই খবর। যদিও এ বিষয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। গত মাসের ২২ তারিখে বাগুইআটির জগৎপুর খাল ধারের বাসিন্দা অতনু দে ও

অর্জুনপুরের বাসিন্দা অভিষেক নস্কর নামে দুই ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় । এরপরেই তাদের পরিবারের কাছে এক কোটি টাকার মুক্তিপণ চেয়ে মেসেজ আসে । বিষয়টি নিয়ে দুই ছাত্রের পরিবারের তরফে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয় । কিন্তু অভিযোগ, পুলিশ কোনওরকম ভাবেই সাহায্য করেনি অপহৃত ওই ছাত্রদের খুঁজে বের করতে ৷ সোমবার রাতে পুলিশের তরফে জানানো হয় অতনু দে ও অভিষেক নস্কর নামে নিখোঁজ দুই ছাত্রের দেহ মিলেছে বসিরহাটের জেলা হাসপাতালের মর্গে । মঙ্গলবার দুই ছাত্রের পরিবারের সদস্যরা তাদের দেহ শনাক্ত করেন ৷ এই ঘটনায় পুলিশের উপর ক্ষোভ বেড়েছে দুই ছাত্রের পরিবার ও এলাকাবাসীর ৷ জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে একজনের দেহ উদ্ধার হয় ২৩ অগাস্ট, আরেকজনের ২৫ অগাস্ট ৷ তারপর থেকে দেহ দুটি বসিরহাটের জেলা হাসপাতালের মর্গে পড়ে থাকলেও কেন পুলিশের সেই খোঁজ পেতে এতদিন সময় লাগল, সেই প্রশ্ন উঠেছে ৷ জানা গিয়েছে, অতনু দে বাইক কেনার জন্য সত্যেন্দ্র চৌধুরীকে পঞ্চাশ হাজার টাকা দেয় । পরে আরও টাকার দাবি করে সত্যেন্দ্র । সেই টাকা দিতে অস্বীকার করে অতনু । এরপর ২২ অগাস্ট বাইক কেনার জন্য অতনু দে ও অভিষেক নস্করকে ডেকে নিজের সঙ্গে নিয়ে যায় সত্যেন্দ্র চৌধুরী । তারপর থেকে অতনু এবং অভিষেক- দু’জনেই নিখোঁজ হয়ে যায় । পুলিশের দাবি এরপরেই খুন করা হয় ওই দুই ছাত্রকে ৷ এরা সম্পর্কে মামাতো ও পিসতুতো ভাই ।