কলকাতা

‘পুলিশ-নেতাদের টাকা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেআইনি পার্কিং জোন হচ্ছে’, কড়া পদক্ষেপের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

 রাখঢাক নেই। একেবারে চাঁচাছোলা ভাষাতেই পুর পরিষেবা নিয়ে দলীয় নেতা-সহ আমলা ও পুলিশ প্রশাসনকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেআইনি পার্কিংয় গড়ে ওঠা অভিযোগ রয়েছে। এবার সেই বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে।’ এই প্রসঙ্গে মমতা জানান, ইতিমধ্যেই আলিপুরে ‘সম্পন্ন’ তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরে হাতিবাগান ও বেহালাতেও এই ধরনের পার্কিং জোন তৈরি করার বার্তা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, ‘বেআইনি পার্কিংগুলি ভেঙে দিতে হবে।’ এক্ষেত্রে কলকাতায় কতগুলি বেআইনি পার্কিং জোন রয়েছে তা জনানোর জন্য সিপি বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে রাজারহাট, নিউটাউন, হাওড়া, আসানসোল ও দুর্গাপুরে কত বেআইনি পার্কিং রয়েছে তারও হিসেব চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই জায়গাগুলি আইনি পার্কিং জোন তৈরি হওয়ার উপযুক্ত কি না তা জানতে হবে। যদি উপযুক্ত হয় তবে টেন্ডার করা হবে। কেন্দ্রীয়ভাবে হবে এই টেন্ডার। এটা মেয়র নিজে দেখবেন। দেখে রিপোর্ট দেবে। নিজেরা করে দেবে না। সিপিকে সঙ্গে রাখতে হবে। দেখে গোটা তালিকা ১৫ দিনের মধ্যে আমায় জমা দিতে হবে।’