নারদ মামলায় পার্টি করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ তাঁর হলফনামা গ্রহণ করেনি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। গত ১৭ মে নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। তার অব্যবহিত পরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতে হাজির হন আইনমন্ত্রী মলয় ঘটক। নারদ মামলা ভিন রাজ্যে স্থানান্তরকরণে সিবিআই যুক্তি দেয়, তদন্তকারীদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। আইনমন্ত্রীর উপস্থিতিতে প্রভাবিত হয়েছে নিম্ন আদালতের রায়। গত ৯ জুন হাইকোর্টে শুনানি চলাকালীন হলফনামা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বলা হয়, ‘ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজাম প্যালেসে যাননি। ধৃতদের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে ছাত্রাবস্থা থেকে তাঁর পরিচয়।’