দেশ

জেলা সফর শেষে কবীর সুমনকে দেখতে সরাসরি কলকাতা মেডিক্যাল কলেজে মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার জেলা সফর শেষে সরাসরি সুমন সুমনকে দেখতে মেডিক্যালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারস্পেশালিটি বিল্ডিংয়ে ভর্তি আছেন কবীর সুমন সুমন। সেখানেই হাজির হন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাসও। সুমনের সঙ্গে কথা হয় তাঁর। এমনকী ডাক্তারদের সঙ্গেও কথা বলেন মমতা। সোমবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ হার্ট ফেলিওর নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় কবীর সুমনকে। শ্বাসকষ্ট নিয়ে সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে আসেন তিনি। এরপরেই মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন, কার্ডিওলজির আন্ডারে সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। অক্সিজেন দেওয়া হয়েছে। সেদিনই নানা ধরনের স্বাস্থ্যপরীক্ষা হয়। গত দুদিনে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধাণ ডা. সৌমিত্র ঘোষের অধীনে ভর্তি আছেন তিনি। বৃহস্পতিবার হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাড়ির ফেরার আবদার জানান বর্ষীয়ান শিল্পী। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘উনি স্থিতিশীল রয়েছেন। তবে আরও ১০ দিন ভর্তি থাকতে হবে তাঁকে। উনি আমায় দেখে জয় বাংলা বলেন, আর উনিও জয় বাংলা বলেন। তারপর বাড়ি যাব বাড়ি যাব করছিল’।