কলকাতা

‘নম্রতা ও বিনয়ের সাথে মানুষের সেবা করতে হবে, এটাই আমাদের অঙ্গীকার’, চিঠিতে দলীয় বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর

বঙ্গবাসী যে ভরসা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ভোট দিয়েছেন, সেই ভরসার রাখতে হবে বলে এ দিন চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় বজায় রেখে চলারও পরামর্শ দিয়েছেন মমতা। আগামী পাঁচ বছর কীভাবে কাজ করবেন বিধায়করা? তাঁদের করণীয় কী কী? সেগুলিই চিঠিতে উল্লেখ করেছেন মমতা। তৃণমূলের ঐতিহাসিক জয়ের জন্য বিধায়কদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, “মানুষদের ভরসার যোগ্য সম্মান দিতে হবে। সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সঙ্গে জনগণের সঙ্গে সেবা করতে হবে।” ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় সাথী, তোমার এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয় আর সর্বোপরি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। আগামীদিনেও আরও কাজ করতে হবে। মনে রাখবে, বাংলার মানুষ আজ যে ভরসা আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা ও বিনয়ের সাথে তাঁদের সেবা করতে হবে।’ চিঠিতে এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগায়োগ রাখারও পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। চিঠিতে তিনি লিখেছেন, ‘এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখো। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করো। তবেই আমরা পারবো, বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দিতে। তৃণমূল কংগ্রেস জনগণের দল, জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের অঙ্গীকার।’