জেলা

পঞ্চায়েত ভোটের প্রচারের মাঝে নিজের হাতে সবাইকে চা তৈরি করে খাওয়ালেন মুখ্যমন্ত্রী

নিজের হাতে চা তৈরি করে সবাইকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জলপাইগুড়ির মালবাজারে প্রচারের মাঝে একটি দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেই দোকানেই চা তৈরি করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। চা তৈরির পর থালায় কাপ সাজিয়ে কেটলি থেকে প্রত্যেকের জন্য চা ঢালতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য উত্তরবঙ্গে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ফাঁকে মালবাজারের ওই চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এই প্রথম নয়, আর আগে কখনও চা আবার কখনও মোমো আার কখনও ফুচকা তৈরি করে প্রত্যেককে খাওয়া দেখা যায় মুখ্যমন্ত্রীকে।