কলকাতা

ছটপুজো ও জগদ্ধাত্রীপুজো নিয়ে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

 দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও  হুগলি ও নদিয়া জেলায় জগদ্ধাত্রী পুজোই মূল আকর্ষণ। হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো পালন করা হয় মহা ধুমধামে। জগদ্ধাত্রী পুজো বিশেষ করে চন্দননগরের দিকে নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির মন্ত্রীদের বিশেষভাবে সতর্ক থাকার কথা জানান মমতা। আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেদিকেই নজর মুখ্যমন্ত্রীর। একই নির্দেশ ছটপুজোকে কেন্দ্র করেও। চলতি বছর, ছটপুজোর ছুটির দিন একটু পরিবর্তন হয়েছে। শারদোৎসবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটি। এই বছর ১৯ নভেম্বর ছটপুজো পড়েছে। ১৯ নভেম্বর ছটপুজো রবিবার পড়েছে। তাই রবিবারের বদলে সোমবার অর্থাৎ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। ফলে খুশি সরকারি কর্মচারীরাও। মমতা জানিয়েছেন, ছটপুজোয় নির্দিষ্ট অঞ্চলে থাকতে হবে।প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে হবে। ঘাট পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, মন্ত্রীদের এমনটাই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।