বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে সংবাদমাধ্যমের একাংশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এক শ্রেণীর সংবাদমাধ্যম কুৎসা ও অপপ্রচার করছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘আমি কি মাটি থেকে উঠে আসা বলে, না কি আমি দরিদ্র সমাজের প্রতিনিধিত্ব করি বলে আমার উপর রাগ আপনাদের।?’ ত্রিপুরা, মণিপুর, উত্তরপ্রদেশে যে অত্যাচার হচ্ছে সংবাদমাধ্যমকে তা প্রচার করার জন্যও আর্জি জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। ২০১৪ সালে বিজেপি যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে ওদের কুৎসা ও মিথ্যাচার শুরু হয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মিডিয়া ট্রায়ালের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো গিনিপিগ নই। যে আপনারা আমাকে গিনিপিগ করবেন।’ মুখ্যমন্ত্রী এও বলেন, ‘আমি সাংবাদিকদের বলব নির্ভয়ে নিজেরা গিয়ে গ্রামে গ্রামে তদন্ত করুন। বিজেপি কোন কোন জায়গায় কত টাকা ঢেলেছে। টাকা গুলির সোর্স কী।’