জেলা

‘‌নির্বাচনের আগে কুৎসা রটাতে নিজের মিছিলে নিজেই গুলি করে মারে’‌, বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব

আজ রানিগঞ্জের সভামঞ্চে যোগ দিতে যাওয়ার সময় মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেই সময় সেখানে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ চলছিল। আচমকা রাজ্যের প্রশাসনিক প্রধানের উপস্থিতিতে অবাক হয়ে যান সরকারি আধিকারিকরা। আদৌ ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সুযোগসুবিধা ঠিকমতো সকলে পাচ্ছেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেই সময় ক্যাম্পে উপস্থিত বেশিরভাগ মানুষের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে বোঝান তিনি। পরিদর্শনের পর ফের রানিগঞ্জের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রানিগঞ্জের সভা থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর জন্য গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুললেন তিনি। সুর চড়ালেন কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে। মমতার কথায়, ‘‌নির্বাচনের আগে কুত্‍সা রটাতেই দলীয় কর্মীদের খুন করছে বিজেপি। একটা লোককে ছররা গুলি দিয়ে মেরে দিল!‌’ যদিও উত্তরকন্যা অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি।‌ প্রসঙ্গত, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে বিজেপি কর্মী উলেন রায়ের। পুলিশ এই ধরনের শট গান কখনোই ব্যবহার করে না। এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্য় পুলিশ ৷ ঘটনায় রাজ্য়ের গোয়েন্দা বিভাগ সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷ অন্য়দিকে, বিজেপির তরফে গতকাল প্রথমে বলা হয় পুলিশের লাঠি চার্জে মৃত্যু হয়েছে। তারপর বিজেপি দাবি করে পুলিশে জালানো রবার বুলেটে বিজেপি কর্মীর মৃত্য়ুর হয়েছে। আজ আবার বিজেপির তরফে সায়ন্তন বসু অভিযোগ করেছেন, পুলিশ ছরার গুলি চালিয়েছিল ৷ মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে তুলে দিয়েছেন তিনি। কয়লাখনির ধসে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট তুলে দেওয়া হয়। এছাড়া নানা প্রকল্পের উপভোক্তাদের সুবিধা দেওয়া হয়। এদিকে ইসিএল, রেল, বিএসএনএল এর মতো সংস্থা বেসরকারীকরণ হতে পারে বলে নানা মহলে জল্পনা রয়েছে। এ নিয়ে এদিন সরব হয়েছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘চিত্তরঞ্জন লোকোমোটিভ বন্ধ করে দিতে চাইছেন? আমি বাঁচিয়েছিলাম এই সংস্থাকে। বেশি করে বরাত দিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সেই চিত্তরঞ্জনকে বেচে দিতে চাইছে। রেল, সেল, ইসিএল, বিএসএনএল বেসরকারিকরণ করে দিতে চাইছে।’ চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’ এমনকি বিজেপির বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন, ‘ভোটের সময় দেখবেন বাইরের অনেক গুন্ডারা আসবে। টাকা নিয়ে আসবে। আপনাদের টাকা দেবে। কিন্তু ৫০০০ টাকা দিয়ে কি সংসার চলবে? সারাবছর চলবে? ওরা কিন্তু ভোট হয়ে গেলে পালিয়ে যাবে। আপনাদের বোকা বানিয়ে চলে যাবে দিল্লিতে। আমি মনে করি, টাকা দিয়ে বাংলার মানুষকে কেনা যায় না।’ রানিগঞ্জের সভা থেকে ফের হুঙ্কার ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলাকে কোনওভাবেই গুজরাট হতে দেব না।’‌পুরোহিত ভাতা বাড়ানো হবে বলে রানিগঞ্জের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, “আমাদের সরকার যেমন ইমামকে সাহায্য করে, মোয়াজ্জমকেও সাহায্য করে ৷ ঠিক তেমনই মন্দির, চার্চ, গুরুদ্বারের পুরেহিতদেরও সাহায্য করে ৷ ইতিমধ্যেই আমরা এক হাজার টাকা পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছি ৷ আপনারা চাইলে তাঁর আওতায় আসতে পারেন ৷ আগামীদিনে সেই টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করা হবে ৷”

https://www.facebook.com/AITCofficial/videos/377013446738958