কলকাতা

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদের জের, পদ খোয়ালেন বিবেক সহায়, নয়া দায়িত্বে পীষূষ পাণ্ডে- মনোজ ভার্মা

মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় গাফিলতি। তার জেরে দায়িত্ব থেকে সরানো হল রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়কে।  নতুন ডিরেক্টর অফ সিকিউরিটি হলেন পীষূষ পাণ্ডে, আর অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মা। ঘটনার সুত্রপাত শনিবার রাতে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে পড়ে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা হাফিজুল মোল্লা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির দক্ষিণ দিকে কনফারেন্স হলের পিছনের দিকে লুকিয়ে ছিল সে। শুধু তাই নয়, তার কাছে আবার ছিল একটি লোহার রডও। কেন? প্রাথমিক তদন্তে অনুমান, কাউকে আঘাত করার জন্যই লোহার রড সঙ্গে নিয়ে রেখেছিল হাফিজুল। সোমবার রাতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ঘটনার তদন্তে সিট গঠন করেছে লালবাজার। নেতৃত্বে রয়েছেন ডিসি ডিডি স্পেশাল ও ডিডি (এসটিএফ)। এদিন মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বেশিরভাগ মন্ত্রীই। স্রেফ পূর্ণাঙ্গ তদন্ত নয়, বৈঠকে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে দেওয়ারও পরামর্শ দেন তাঁরা। অবশেষে পদ খোয়াতে হল বিবেক সহায়কে।  একধাক্কায় ১৫ জন IPS পদমর্যাদার পুলিশকর্তাদের রদবদল ঘটল রাজ্যে৷ ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হয়েছে অজয় ঠাকুরকে। সরানো হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষকেও। সেখানে পুলিশ কমি্শনারের দায়িত্ব সামলাবেন অমিত জাভালগি। নীরজ কুমার সিং এতদিন  এডিজি অ্যাডমিনিস্ট্রেশন পদে ছিলেন৷ তাঁকে সিজি হোম গার্ড করা হয়েছে৷ এছাড়াও একাধিক রদবদল ঘটেছে। জানা গিয়েছে, একসময় প্রধানমন্ত্রীর স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপে (এসপিজি) ছিলেন পীযূষ পাণ্ডে। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন। ওইসময় লাতিন আমেরিকা, ইউরোপ সহ বহু দেশে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন পীযূষ পাণ্ডে। ফলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কী ধরনের বন্দোবস্ত থাকা দরকার তার স্পষ্ট ধারনা রয়েছে তাঁর। তাই বিবেক সহায়কে সরিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আনা হল পীযূষ পাণ্ডেকে।