জেলা

‘আমিই অ্যান্টি কলিশন ডিভাইস করেছিলাম, তারপর আর কাজ হয়নি’, ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বললেন মমতা, দেখা করলেন আহতদের সঙ্গে

যখন কেউ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর জানতে পারেনি, তখন সেই ঘটনার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই কথা জানান তিনি ৷ ট্রেন দুর্ঘটনায় আহত প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, জানান মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, “আমি সকাল ৯টার সময় এই দুর্ঘটনার খবর পেয়েছিলাম ৷ তখন থেকে মুখ্য সচিব এবং অন্য আধিকারিকদের সঙ্গে এই ঘটনার দিকে নজর রেখে চলেছি ৷” তিনি জানান, ঘটনাস্থলে মেডিক্যাল ভ্যান থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দল, চিকিৎসকদের পাঠিয়েছেন ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জখমদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন ছাড়া বাকিদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল ৷ আহতদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি ৷ এখানে বর্ধমান, কৃষ্ণনগর এবং স্থানীয় বাসিন্দারা চিকিৎসাধীন রয়েছেন ৷” দুর্ঘটনাস্থলে পৌঁছতে চাইলেও খারাপ আবহাওয়ার কারণে তাঁর শিলিগুড়িতে আসতে দেরি হয় বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বারবার ট্রেন দুর্ঘটনা ঘটলেও ট্রেন কবচ লাগানো হচ্ছে না কেন ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি রেল মন্ত্রীথাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইস করেছিলাম ৷ মুম্বই কোঙ্কন রেলওয়েজকে কাজে লাগিয়েছিলাম ৷ প্রত্যেক ট্রেনে তা লাগানো হয়েছিল ৷ এরপর অ্যান্টি কলিশন ডিভাইস লাগিয়ে দুর্ঘটনা আটকে দিয়েছিলাম ৷” তিনি দাবি করেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি যে কাজ করেছিলেন, তার ফলেই আজ কলকাতায় নতুন মেট্রো চালু হচ্ছে ৷ এমনকী গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলছে ৷ তাঁর পর আর নতুন কোনও কাজ হয়নি ৷ রেল মন্ত্রকের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “রেলে এখন কী হচ্ছে জানি না ৷ তবে মানুষকে রেল ছেড়ে এখন বাইক, সাইকেলে যাতায়াত করতে হচ্ছে ৷” কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার সময়েও তিনি রেল মন্ত্রকের বাজেট বন্ধ হয়ে যাওয়া নিয়ে আক্ষেপ করেন ৷ শিলিগুড়িতেও একই সুর শোনা গেল তৃণমূল নেত্রীর গলায় ৷ মমতার কথায়, “রেল বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে ৷ আগে রেল দফতরকে যতটা গুরুত্ব দেওয়া হত, এখন তা দেওয়া হয় না ৷ আমি রেলের কর্মীদের প্রতি সহানুভূতিশীল ৷ তাঁদের পেনশন বন্ধ করে দেওয়া হচ্ছে ৷”