জেলা

‘বিজেপির প্রার্থী নেই বলে, লকেটকে ভোটে দাঁড় করিয়েছে’, কটাক্ষ মমতার

এদিন জনসভা থেকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেটের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সারদার কর্তাদের গলার লকেট হলেন তিনি। আর আমাদের দলের নেতাদের শুধু কেস দিচ্ছেন। ওরা করলে কোনও দোষ নেই, ওরা বিরিয়ানি, দই, ভাত, রুটি, মিষ্টি খাবে আর বাকিরা কিছুই খাবে না এটা চলতে পারে না। এখনকার সাংসদ বিধায়ক পদে দাঁড়িয়েছে। আগে সাংসদ করার জন্য কলকাতা থেকে এনেছিল, এখন বিধায়ক করতে এলাকার বাইরের লোককে প্রার্থী করেছে। বিজেপির কাছে প্রার্থী নেই তাই লকেটকে ভোটে দাঁড় করিয়েছে। আর লকেট শুধুমাত্র টাকার জন্য ভোট দাঁড়িয়েছে। ওনাকে জিজ্ঞাসা করুন ভোট জিতলে সাংসদ পদ ছাড়বেন তো? এখন বিধায়ক পদে দাঁড়িয়েছে, এরপর কাউন্সিলর, পঞ্চায়েত, স্কুল বোর্ডের পর খেলার মাঠে ভোট দাঁড়াবে। বিজেপির কাছে কোনও প্রার্থী নেই, যা সব তৃণমূল আর সিপিএমের থেকে ধার করা। বিজেপির নেতারা এলাকার নেতাদের পাত্তাই দেন না।’ চুঁচুড়া কেন্দ্রে লকেটকে প্রার্থী করায় ক্ষোভ আগেই দল ছেড়েছেন এলাকার একাধিক নেতা ও জেলার নেতা। সেই ইস্যুকেই হাতিয়ার করে এদিন লকেটকে বিঁধেছেন মমতা। এদিন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ফের সরব হয়েছেন মমতা। তিনি জনসভা থেকে জানিয়েছেন, ‘মা বোনের এলাকার প্রার্থীকে জিজ্ঞাসা করুন গ্যাসের দাম ৯০০ টাকা কেন? গ্যাস বিনামূল্যে দিতে হবে। আমি বিনা পয়সায় চাল দিচ্ছি আর ওরা ৯০০ টাকার গ্যাস দিচ্ছে। বিনা পয়সার চাল কি ৯০০ টাকার গ্যাসে ফুটবে? ওদের ফোটান। ভালো করে ফোটান আর বুঝিয়ে দিন গরীব দের কষ্টটা কতটা।’ চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের অসিত মজুমদার। প্রায় ২ লক্ষ ২০ ভোটারের এই কেন্দ্রে এদিন মমতা গিয়েছিলেন অসিতবাবুর স্বপক্ষে সভা করতে। সেখানে থেকেই আক্রমণ শানলেন লকেটকে যিনি একসময় শুধু তৃণমূলেই ছিলেন না মমতার গলার লকেট হয়েই শোভা পেতেন। আজ তাঁরা দুইজন দুই বিপরীত মেরুর রাজনীতির কলাকুশলী।