কলকাতা

‘সবাইকে খুশি করা যাবে না, পার্থ-বক্সির তালিকাই চূড়ান্ত’, বিক্ষুব্ধদের কড়া বার্তা মমতার

তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভ শুরু হয়েছে। প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছে দলেরই একাংশ। সরব হয়েছেন দলের নেতাদেরও একাংশ। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভালো হতেই তড়িঘড়ি ডাক পড়েছিল প্রশান্ত কিশোরের। ভোটকুশলী হিসেবে সেই ২০১৯ থেকেই মমতার সঙ্গে রয়েছে পিকে-র সংস্থা আইপ্যাক। বিধানসভা নির্বাচন সহ পরের ভোটগুলিতে ভালো ফলও করেছে তৃণমূল। কলকাতা পুর নির্বাচনেও সব ঠিক ছিল। কিন্তু ১০৮ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিচ্ছেদের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জল্পনা রাজনৈতিক মহলে। দলের অন্দরেও কান পাতলে শোনা যাচ্ছে সেই গুঞ্জন। আর এই প্রসঙ্গে প্রশ্ন করতেই কিছুটা সুর চড়িয়েই মমতা বললেন, ‘এ সব নিয়ে কোনও কোনও প্রশ্ন করবেন না। এটা দলের আভ্যন্তরীণ বিষয়।’ প্রার্থী নিয়ে অসন্তোষের প্রশ্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সবাইকে খুশি করা যাবে না। পার্থ-বক্সির দেওয়া তালিকাই চূড়ান্ত।” পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে তিনি লখনউ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি বিরোধী কড়া বার্তা দিলেন। বললেন, ”আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক। অখিলেশের আমন্ত্রণে ওদের হয়ে প্রচার করতে আমি যাচ্ছি। জোটে লড়লে ভাল হতো, কিন্তু এখন আর জোট কেটে লাভ নেই। বিজেপি বিরোধী সকলেই অখিলেশের দলকে সমর্থন করুন।”  একইসঙ্গে বারাণসীতেও তিনি যাবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।