দেশ

উদ্ধব থ্যাকারেকে রাখি পড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে এসেছেন ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠকে যোগ দিতে। কিন্তু ঠিক তার আগের দিনই যে রাখি! আর বাংলার জামাই অমিতাভ বচ্চন দাদা’র হাতে রাখি পরিয়ে দিলেন বাংলারই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ।  তারপরই গন্তব্য ছিল মাতশ্রী। তখন সন্ধ্যা ৭টা। উদ্ধব থ্যাকারের সঙ্গে দেখা করে তাঁকেও রাখি বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খালি পায়ে দাঁড়ালেন প্রয়াত বাল থ্যাকারের ছবির সামনে। রাখলেন পুষ্পস্তবক। উদ্ধব এবং তাঁর ইনফর্মাল আলোচনা অবশ্য জড়িয়ে ছিল রাজনীতিকেই। দু’জনের কথায় উঠে এল একটাই নিদান, যাই হোক না কেন, গদ্দারদের আর সুযোগ দেওয়া নয়। বোঝা গেল, হোম ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে। বৈঠকের। লোকসভা ভোটের। আর আগ্রাসন? সে তাঁর সহজাত। মাতশ্রী থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘আবার খেলা হবে। এবার লোকসভা ভোটে।’