গঙ্গাসাগর মেলা শুরু ৮ জানুয়ারি থেকে। প্রস্তুতি দেখতে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর যাবেন। সাগরে তাঁর রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে মেলার প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। মেলা জুড়ে ১০০ সিসিটিভি বসানো হয়েছে। মুখ্যমন্ত্রী সাগরে পা রেখেই তিনটি স্থায়ী হেলিপ্যাড উদ্বোধন করবেন। হেলিপ্যাড প্রাঙ্গণ থেকেই ভার্চুয়ালি সাগরের জন্য বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন ভারত সেবাশ্রম। বিকেলে তিনি কপিলমুনির আশ্রম যাবেন। সেখানেও মন্দিরের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।