জেলা

ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, কমতে পারে লোকাল ট্রেন, ৩ জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন, ওয়ার্ক ফ্রম হোম, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

 দেশজুড়ে এবং সারা বিশ্বে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। সঙ্গে রয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে নতুন করে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে, ফের নতুন করে কিছু বিধি- নিষেধ জারি হতে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে পুনরায় স্কুল বন্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বুধবার গঙ্গা সাগরে প্রশাসনিক বৈঠক থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ যদি বাড়ে, তাহলে আবার কিছুদিনের জন্য স্কুল- কলেজ বন্ধ করতে হবে। বুধবার প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা। তিনি মণীশ জৈনকে নির্দেশ দেন, করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাতে খেয়াল রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘থার্ড ওয়েভ আসছে। ওমিক্রনও হচ্ছে। এই সময় স্কুল, কলেজ খোলা রাখা যায় কি না, তা দেখতে হবে।’ তিনি এও বলেন, সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও আছে। তাই পর্যালোচনা বৈঠক করা খুব জরুরি। তিনি আরও বলেন, দরকারে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোমে জোর দিতে হবে। আন্তজার্তিক বিমান গুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত নাও। যারা টিকিট কেটে রেখেছেন, তাদের দুই -একদিন সময় দিয়ে আরটিপিসিআর করে, যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এ ব্যাপারে একটু দেখে নিতে বললেন মুখ্যসচিবকে। তিনি এও বলেন, লোকাল ট্রেনে এফেক্ট পড়বে। মুখ্যমন্ত্রী এও নির্দেশ দেন, লোকাল ট্রেনটা এক্ষুনি বন্ধ করতে যেওনা। কিছুটা কমিয়ে দাও। আর ট্রেনেও যারা যাবেন মাস্ক পড়তেই হবে। তাঁর কথায়, এখনই না হলেও পরবর্ত্তীতে পরিস্থিতি অনুযায়ী কমতে পারে লোকাল ট্রেনের সংখ্যাও। তিনি আরও বলেন, স্কুল-কলেজ খুলে গিয়েছে। তাই নজরদারি আরও বাড়াতে হবে। সেরকম হলে স্কুল ফের কিছুদিনের জন্য বন্ধ করা দরকার। মুখ্যমন্ত্রী এদিন ওমিক্রন নিয়েও আশঙ্কা প্রকাশ করে বলেন, ওমিক্রন ছড়াচ্ছে বেশি, তাই মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে।