কলকাতা

পুজোর আগেই নবনির্মিত টালা সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, আপাতত ভারী গাড়ি চলাচলে নিষেধ

মহালয়ার আগেই নবনির্মিত টালা সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে শহরবাসীকে এই উপহার তুলে দেওয়া হল। তবে আপাতত টালা সেতু দিয়ে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আপাতত  ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। নতুন রূপে টালা সেতু তৈরিতে কত খরচ হয়েছে, এদিনের ভাষণে তাঁরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা। এই সেতু তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা ।  ব্রিজের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের ব্রিজের থেকে নতুন ব্রিজ আরও চওড়া। আগেরটা ছিল ২ লেনের। এটা ৪ লেনের। ভারবহনের ক্ষমতাও অনেক বেশি। নতুন ব্রিজের দৈর্ঘ ৭৫০ মিটার। চিত্পুরের দিকের র্যাম্পের দৈর্ঘ ৩০০ মিটার। ব্রিজ তৈরি করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা।  এর জন্য রেলকেও টাকা দিতে হয়েছে। পুরনো ব্রিজ ভাঙার জন্য রেল নিয়েছে প্রায় ৯০ কোটি টাকা। মাঝেরহাট ব্রিজ ভাঙতে খরচ হয়েছিল ৩৪ কোটি টাকা দিতে হয়েছে। পুজোর আগে এর ফলে যান চালাচলে সুবিধে হবে। এখনই ভারী গাড়ি চলাচল করবে না। কয়েকদিন সময়

নেওয়া হবে। মমতা আরও বলেন, গত ১১ বছরে আমরা বহু পরিকাঠানমো নির্মাণ করেছি। মা উড়াল পুলে আমরা খরচ করেছি ৪৪৫ কোটি টাকা। কামালগাজি উড়ালপুলে ১০০ কোটি টাকা, ভিআইপি, দক্ষিণশ্বরে প্রচুর খরচ করা হয়েছে। রেল মন্ত্রী থাকাকালীন কলকাতার জন্য সব রেল প্রকল্পগুলি পাস করিয়ে দিয়েছিলাম। আশা করছি আগামিদিনে ওইসব প্রকল্প শেষ হলে ট্রাফিক জ্যাম কমে যাবে। আগে যখন বাড়ি থেকে বিমানবন্দর যেতাম তখন সময় লাগত ১ ঘণ্টা। এখন লাগে ২০ মিনিট। রাজ্যে একাধিক এয়ারপোর্ট হচ্ছে। কপ্টার সার্ভিস চালু হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়ে যাবে। রেলের উদ্দেশ্যে মমতা এদিন বলেন, এখানে শদেড়েক গরিব মানুষ রয়েছে। ওদের জন্য আমরা রেলের একটি খালি জমি কিনতে চাই। আপনারা যদি ওই জমি দেন তাহলে ওখানে ওইসব লোকের জন্য় বাড়ি তৈরি করে দেব। তা না হলে খালের ধারে ওদের আমাকে রাখতে হবে।  আর একটা কথা দেখছি পাড়ায় হঠাত্ করে কিছু দোকান বসে যাচ্ছে। প্রশাসন কিছু করছে না। রাস্তার সবটচাই যদি দখল হয়ে যায় তাহলে চলব কী করে। অনেক হয়েছে আর নয়। পুজো শুরুর আগেই টালা সেতু খুলে যাওয়ার শহরের দুই প্রান্তের মানুষ বেশ খুশি। অনেকেই বলতে শুরু করেছেন, এবার পুজো জমবে ফাটাফাটি।