জেলা

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের পিস্তল উদ্ধার করায় পুরষ্কৃত উত্তরবঙ্গ এসটিএফের ডিএসপি

গত দু’দিন আগেই জানা যায় অসম থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের খোয়া যাওয়া পিস্তল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ফিরছিলেন ১২ জন নিরাপত্তারক্ষী। ওই ট্রেনেই ছিল মোট ১০ টি ব্যাগ। যেখান থেকে খোয়া যায় দুটি গ্লক পিস্তল। নিউ কোচবিহার স্টেশনে ট্রেন দাঁড়াতে বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। তারপরেই জিআরপি ও রাজ্য পুলিশের এসটিএফকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। যার ভিত্তিতে অসমের কোকরাঝোড় থেকে হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার হয়। গ্রেফতার করা হয় চোরটিকে। আর এই কাজটি করে উত্তরবঙ্গ এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য। আর এই কাজের জন্য উত্তরবঙ্গের আইজি ডিপি সিং নগদ ২৫০০০ টাকা পুরষ্কার দিয়েছেন এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্যকে। মঙ্গলবারই অসমে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন দুপুরে কলকাতা থেকে অসমের গুয়াহাটির বিমানে উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে দু’জন নিরাপত্তারক্ষী বিমানে থাকেন। পিএসও ১ ও ২, নিয়ম মেনেই তাঁরা ছিলেন সেই বিমানে। বাকি ১২ জন নিরাপত্তারক্ষী আগেই অসমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটি চলে যান। বৃহস্পতিবার সকালেই জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল খোয়া গিয়েছে। জানা যায়, অসম থেকে ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ছিলেন। সেখানেই খোয়া যায় জোড়া পিস্তল

তারপরেই বৃহস্পতিবার বিকেলে জানা যায় নিউ কোচবিহার এলাকার একটি পুকুর থেকে মিলেছে নিরাপত্তা রক্ষীর খোয়া যাওয়া ব্যাগ। যা উদ্ধার করেছে জেলা পুলিশ ও এসটিএফ। কিন্তু ব্যাগে পাওয়া যায়নি গ্লক পিস্তল। যা বৃহস্পতিবার রাতে অসম থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য।