জেলা

১৫ হাজার শীতবস্ত্র কোথায়? বক্তব্য থামিয়ে ২০ মিনিট মঞ্চেই বসে রইলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

হিঙ্গলগঞ্জের সভায় অন্তত ২০ মিনিট ভাষণ বন্ধ রেখে মঞ্চে বসে রইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভার শুরুতেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রী মঞ্চে থাকা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য বলেন, “এগুলো কোথায়? ১৫ হাজার শীতবস্ত্র কোথায়? কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে। আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিকমতো সময়ে না পৌঁছায়, আমার খুব জ্বালা করে।”

এদিন সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। শীতবস্ত্র না আসা পর্যন্ত সভাতেই বসে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট পরে মঞ্চে এসে পৌঁছায় শীতবস্ত্রগুলি। তখন ফের ভাষণ শুরু করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আজ আসব বলে ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। তার মধ্যে ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল, ৫ হাজার চাদর, এটা যেন মানুষ ঠিকমতো পান। যদি না পান, আমি নিজেও নজর রাখব।”