কলকাতা

দক্ষিণবঙ্গের ৩ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

পুরুলিয়া ,বীরভূম ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে গোটা ডিসেম্বর মাসজুড়ে । আজও দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি কম থাকবে । পুরুলিয়া ,বীরভূম ও মুর্শিদাবাদে আজও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে । আগামী বৃহস্পতিবার দিল্লি , পঞ্জাব ,হরিয়ানা ও চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন । অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । উত্তরপ্রদেশে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস । আজ ১ ডিগ্রি বেড়ে কলকাতার তাপমাত্রা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস ।