কলকাতা

আজ মরশুমের শীতলতম দিন! কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১২ ডিগ্রিতে, বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

মরশুমের শীতলতম দিন আজ। কলকাতায় পারদ এক ধাক্কায় নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর আগে ১৩ জানুয়ারি ১২ ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। কলকাতায় এক রাতে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল।রাজ্যজুড়েই কমছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টা একই রকম পরিস্থিতি থাকবে। ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সকালে কুয়াশা ও দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক দফা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীরপুর এবং হাওড়ার কিছু কিছু জায়গায়।এছাড়াও রবিবারে রাতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। ২৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ আজ, সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।