জেলা

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই করোনায় আক্রান্ত ৬ পড়ুুুয়া, অনির্দিষ্টকালের জন্য বন্ধ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ

করোনার থাবা জলপাইগুড়ি ই়্জিনিয়ারিং কলেজে ৷ জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ৬ জন ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন । তার জেরেই স্থগিত হলে গেল কলেজের সমস্ত পরীক্ষা ৷ উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কলেজ ৷ সবে মাত্র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। তার পরই করোনার বাড়াবাড়ি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইঞ্জিনিয়ারিং কলেজ। বাতিল হল প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের পরীক্ষা। এই ঘটনা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের। যেখানের দ্বিতীয় বর্ষের ৬ জন ছাত্র করোনা আক্রান্ত। উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। আতঙ্কিত কলেজের ছাত্র ছাত্রীরা৷ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানই কি করোনা হানার কারণ? উত্তর খুঁজছে কলেজ কর্তৃপক্ষ! কয়েক দিন আগে কলেজের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রের জ্বর-সর্দি হয়৷ প্রথমে ওই ছাত্রদের কলেজের গেস্ট রুমে রাখা হয়। পরে তিন জনকে জলপাইগুড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই রিপোর্ট কলেজে আসতেই দ্বিতীয় বর্ষের হোস্টেল থাকা ১৮০জন ছাত্র আতঙ্কিত হয়ে পড়েন। এর পর থেকে প্রায় প্রতিদিন ১-২ জন করে ছাত্র করোনা পজিটিভ হচ্ছেন৷ জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘‘করোনার সংক্রমণের জেরে আমরা আপাতত ছাত্রদের কথাই ভাবছি । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস আপাতত বন্ধ থাকবে। সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে ।’’