সেপ্টেম্বর মাসের পর্যালোচনা বৈঠকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ একলাফে ১৫৮ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি আজ ১৯ কেজি-র বাণিজ্যিক সিলিন্ডারে ১৫৮ টাকা দাম কমিয়েছে ৷ যার ফলে রাজধানী দিল্লিতে ১৯ কেজি-র বাণিজ্যিক সিলিন্ডার ১ হাজার ৫২২ টাকায় পাওয়া যাচ্ছে ৷ কয়েকদিন আগে রাখি বন্ধন উপলক্ষ্যে কেন্দ্রের তরফে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছিল ৷ কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, রাখি বন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে এই উপহার দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রত্যেক মাসের শুরুতে কেন্দ্রের তরফে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পর্যালোচনা হয় ৷