দেশ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মোদি সরকারকে আক্রমণ কংগ্রেসের, মিলল জোটবার্তা ইঙ্গিত!

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী শক্তিশালী জোটের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে হাজির ছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। ফলে নেত্রীর বার্তা স্পষ্ট। সোমবার দিল্লি যাচ্ছেন মমতা। তার আগে কৌশলী বার্তা দিল কংগ্রেসও। তাদের টুইটার হ্যান্ডলে অভিষেকের ছবি দিয়ে পেগাসাস-কাণ্ডে নিশানা করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।  কংগ্রেস টুইটারে লিখেছে,’শত্রুদের উপর নজর রাখতে হয়। এই প্রবাদকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদী।’ এর সঙ্গে #PegasusSnoopgate হ্যাশট্যাগে পোস্ট করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাতে ‘আপ ক্রোনোলজি সমঝিয়ে’- শীর্ষক শিরোনামে লেখা হয়েছে, ‘পেগাসাসে স্পাইওয়্যারের লক্ষ্য। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়- মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। কখন? ২০২১। কেন? পশ্চিমবঙ্গের নির্বাচন। মোদি সরকারের নিরাপত্তাহীনতার অন্ত নেই।’ কার্যত যা মমতাকেও তাঁর পাশে থাকার বার্তা হয়ে দাঁড়ালো। কংগ্রেস এদিন পেগাসাস-কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে। যা এর আগে কোনওদিন দেখা যায়নি। এদিনের সেই টুইট ঘিরে তাই জাতীয় স্তরের রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে যে, মমতাকে বার্তা দিতেই কংগ্রেস প্রকাশ্যে অভিষেকের পাশে দাঁড়ালো। সেই সঙ্গে বার্তা গেল মোদি বাহিনীর কাছেও। রাজনৈতিক মহলের মতে, ভোটের ফলে প্রমাণিত, বাংলায় বামেদের আর শক্তি নেই। এই হিসাব থেকেই কংগ্রেস এখন ক্রমশ মমতামুখী হচ্ছে। বাংলায় একুশের ভোটে কার্যত গলা ধাক্কা খেয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও মমতা বিরোধীতার জায়গা থেকে সরে আসছে। তৃণমূলের সঙ্গে জোট করলেই লাভ সনিয়া ও রাহুলের। কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট যে সম্ভব নয় তা স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর। মমতার ভোটকৌশলীর সঙ্গে বৈঠক করেছেন গান্ধীরাও।