দেশ

মধ্যপ্রদেশের বিরোধী দলনেতার পদে ইস্তফা দিলেন কমলনাথ

আচমকাই মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কাছেও ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁর সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন কংগ্রেস সভানেত্রী। কমলনাথের জায়গায় মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক দলের নেতা হিসেবে মনোনীত হয়েছেন গোবিন্দ সিং। আচমকাই কেন বিরোধী দলনেতার পদে ইস্তফা দিলেন কমলনাথ, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্দরে কমলনাথকে নিয়ে অসন্তোষ শুরু হয়েছে। একই সঙ্গে প্রদেশ সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার মতো দুই গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য সঠিকভাবে কোনও দায়িত্ব পালন করতে পারছিলেন না বলে কংগ্রেসের একাংশ নেতা ক্ষোভ উগরে দিয়েছিলেন। এক পদ এক ব্যক্তি নীতি কার্যকর করার দাবি জানিয়েছিলেন তাঁরা। ফলে কিছুটা বিড়ম্বনায় পড়ে গিয়েছিল কংগ্রেস হাইকম্যান্ড। শেষ পর্যন্ত দলের অন্দরে মাথাচাড়া দেওয়া অসন্তোষ ধামাচাপা দিতেই বিরোধী দলনেতার পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা। যদিও কমলনাথের ঘনিষ্ঠ নেতাদের দাবি, আগামী লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে সংগঠনকে শক্তিশালী করতেই বিধানসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।