মণিপুরে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্বেও ২০১৭ সালে সরকার গড়েছিল বিজেপি। পাশে ছিল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। এবার সেই এনপিপি-র সমর্থন নিয়েই মণিপুরে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। বীরেন সিং সরকারের বিরুদ্ধে অনাস্থায় কংগ্রেস জিতে গেলে উত্তর-পূর্বের রাজ্যে ক্ষমতাচ্যূত হবে বিজেপি। গতকালই সংকট শুরু হয় বিজেপির। তিন বিধায়ক কংগ্রেসে যোগ দেন। এর পরে আজ জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি থেকে ক্যাবিনেটে জায়গা পাওয়া চার মন্ত্রী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। তাঁদের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী ওয়াই জয়কুমার সিংও। ফলে মণিপুরের বিজেপি জোট সরকারের অস্তিত্ব সংকট তৈরি হয়ে যায়। এমন পরিস্থিতিতে অনাস্থা আনল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনপিপি। নতুন জোটের নাম হয়েছে সেকুলার প্রোগ্রেসিভ ফ্রন্ট। বিজেপি বিরোধী এই জোটে সামিল হয়েছে তৃণমূলও। মণিপুরে তৃণমূলেরও একটি আসন রয়েছে।