মিমিক্রি ভিডিও ছেড়ে একটু বেকারত্ব, আদানি প্রসঙ্গে কথা বলুন না
সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নিয়ে মিমিক্রি করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার ভিডিও করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এপ্রসঙ্গে তিনি বলেন, “সংসদ সদস্যরা বসেছিলেন, আমি তাঁদের ভিডিও শুট করেছি। আমার ভিডিও আমার ফোনে আছে। মিডিয়া এটা দেখাচ্ছে। ওই ভিডিওতে কেউ কিছু বলেননি। আমাদের ১৫০ জন সাংসদকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু মিডিয়াতে এই নিয়ে কোনও আলোচনা নেই। আদানি নিয়ে কোনও আলোচনা নেই, রাফালে নিয়ে কোনও আলোচনা নেই, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা নেই। আমাদের সংসদ সদস্যরা নিরাশ হয়ে বাইরে বসে আছেন। কিন্তু আপনারা মিমিক্রি নিয়ে আলোচনা করছেন।”