দেশ

হাওড়ায় গাড়ি ভর্তি টাকা নিয়ে ধৃত ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের শাস্তি প্রত্যাহার

পশ্চিমবঙ্গের হাওড়ায় গাড়ি ভর্তি টাকা নিয়ে পাকড়াও হওয়া দলের তিন বিধায়কের শাস্তি প্রত্যাহার করল কংগ্রেস। গত বছর ৩১ জুলাই তিন বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারিকে সাসপেন্ড করেছিল দল। শুক্রবার ঝাড়খণ্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর জানিয়েছেন, ‘দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডের নির্দেশে তিন বিধায়কের শাস্তি প্রত্যাহার করা হয়েছে।’ কী কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। গত বছরের ৩০ জুলাই  গভীর রাতে হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বান্ডিল বান্ডিল টাকা বাজেয়াপ্ত করে হাওড়ার গ্রামীণ পুলিশ। সঙ্গে ছিল সোনাদানাও। ওই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারি। কোথা থেকে ওই বিপুল পরিমাণ টাকা পেলেন তাঁরা তার কোনও সদুত্তর দিতে পারেননি তিন বিধায়ক। পরে টাকা গোনার মেশিনের সাহায্যে জানা যায় ৪৯ লক্ষ টাকা ছিল গাড়িতে। কংগ্রেসের তিন বিধায়ককেই গ্রেফতার করা হয়। তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। পরে অবশ্য কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান পাকড়াও হওয়া তিন কংগ্রেস বিধায়ক। ওই ঘটনার কথা জানাজানি হতে তোলপাড় হয় দেশ। গত বছরের ৩১ জুলাই তিন বিধায়ককে সাসপেন্ড করার কথা জানান ঝাড়খণ্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রায় এক বছর ধরে সাসপেন্ড থাকলেও কংগ্রেস ছেড়ে বিজেপি কিংবা অন্য কোনও দলে যোগ দেননি তিন বিধায়ক। দলের প্রতি তাদের আনুগত্য দেখেই শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।