দেশ

Congress on Bank Account Freezing : ভোটের মুখে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ইস্যু নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস 

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ইস্যু নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, ভোটের মুখে ষড়যন্ত্র করে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷বৃহস্পতিবার এই ইস্যুতে সরব হওয়ার জন্যই সাংবাদিক বৈঠক ডেকেছিল কংগ্রেস ৷ নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ওই সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি সহ জয়রাম রমেশ, অজয় মাকেন ও কেসি বেণুগোপাল ৷ সাংবাদিক বৈঠকে সব শেষে নিজের বক্তব্য তুলে ধরেন রাহুল গান্ধি ৷সেখানে তিনি বলেন, “আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে । আমরা প্রচারের কোনও কাজ করতে পারছি না ৷ আমরা আমাদের কর্মীদের সাহায্য করতে পারছি না ৷ আমরা আমাদের প্রার্থীদের সমর্থন করতে পারি না ৷ এটা নির্বাচনী প্রচার শুরুর দু’মাস আগে করা হয়েছে ।’’ তিনি এই নিয়ে নির্বাচন কমিশন ও বিচারব্য়বস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর কথায় এই নিয়ে কেউ কিছু বলছে না ৷রাহুল আরও বলেন, “এটি আসলে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা নয়, এটি ভারতীয় গণতন্ত্রকে ঠান্ডাঘরে পাঠানো । সবচেয়ে বড় বিরোধী দল হিসাবে আমরা কোনও পদক্ষেপ নিতে অক্ষম – আমরা বিজ্ঞাপন বুক করতে পারছি না বা আমাদের নেতাদের কোথাও পাঠাতে পারছি না । এটি একটা আক্রমণ ।’’এর পর এই নিয়ে তিনি আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে৷ রাহুল বলেন, ‘‘এটি কংগ্রেস দলের বিরুদ্ধে একটি অপরাধমূলক পদক্ষেপ ৷ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা করা একটি অপরাধমূলক পদক্ষেপ… ৷ সুতরাং, ভারত সবচেয়ে বড় গণতন্ত্র, এটা একটা মিথ্যা ধারণা । ভারতে আজ কোনও গণতন্ত্র নেই । ভারতের ২০ শতাংশ মানুষ আমাদের পক্ষে ভোট দেন এবং আমরা কোনও কিছুর জন্য ২ টাকা খরচ করতে পারি না । এটা আমাদের নির্বাচনে পঙ্গু করার জন্য করা হয়েছে । আজ যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলেও দেওয়া হয়, তার পরও বলব ভারতীয় গণতন্ত্রের বিপুল পরিমাণ ঋণের ক্ষতি হল ।”