চলতি মাসের ১৫ তারিখ থেকে এই সুবিধা পাবেন বিমান যাত্রীরা। আজ, শুক্রবার কোচবিহার বিমানবন্দরে এই কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। কোচবিহার থেকে কলকাতা, জামশেদপুর হয়ে ভুবনেশ্বর পর্যন্ত বিমান পরিষেবা পাওয়া যাবে। কোচবিহারে রাজ আমলে বিমান বন্দর তৈরি হয়েছিল। এক সময় নিয়মিত বিমান ওঠানামা করত। বাম আমলে সেই সব গেছে চুকে। তখন থেকেই বারবার বিমান পরিষেবা চালু দাবি ওঠে কোচবিহারের বিভিন্ন মহল থেকে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিকবার বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুই একদিন পরিষেবা দেওয়ার পর আবার তা বন্ধ হয়ে যায়। এবার সরাসরি কেন্দ্রীয় সরকার ভর্তুকিতে বিমান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন কোচবিহারবাসীকে খুশির খবর দেওয়ার পাশাপাশি নিশীথ বিমানের সময়সূচিও জানালেন। প্রতিদিন বেলা ১২ টা ১০ মিনিটে কোচবিহারে অবতরণ করবে বিমান । আবার ১২ টা ৩০ মিনিটে ওই বিমান কোচবিহার ছেড়ে কলকাতা রওনা দেবে। দুই ঘণ্টারও কম সময়ে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছানো যাবে। আর প্রথম তিন মাসের জন্য বিমান ভাড়া মাত্র ৯৯৯ টাকা ।