করোনা বিধি মেনেই দুর্গাপুজো করার নির্দেশ
কলকাতা: গতকাল রাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার বড় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল কলকাতা পুলিশ। সেখানেই পুজো কমিটিগুলিকে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার বার্তা দিলো লালবাজার। অতিমারির এই আবহে এ বার পুজো করতে হবে ‘নিউ নর্মাল’-এর যাবতীয় নিয়ম মেনে, মণ্ডপে পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও স্যানিটাইজার রেখে। দর্শনার্থীদেরও মণ্ডপে আসতে হবে মাস্ক পরে। অন্যান্য বারের মতো এ বারও পুজো দেখা যাবে তৃতীয়া থেকে। “মাস্ক পরুন করোনা দূর করুন। কোভিড নিয়ম মেনেই পুজো করুন।” এভাবেই পুজো কমিটিগুলিকে বার্তা দিলো কলকাতা পুলিশ। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা, দমকল কর্তারা, কলকাতার বিভিন্ন থানার
আধিকারিকরা এবং পূজা কমিটির কর্মকর্তারা। মূলত করোনা বিধি মেনেই পুজো কমিটিগুলিকে পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে। পুষ্পাঞ্জলির জন্য সর্বাধিক দশজনকে একইসঙ্গে মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং পুরোহিতকে মাইক্রোফোনে মন্ত্র পাঠ করার জন্য বলা হয়েছে। এছাড়া প্রতিমা বিসর্জনের জন্য ২৬ থেকে ২৯ অক্টোবর এই ৪টি দিন ধার্য করা হয়েছে। সর্বাধিক দুটি গাড়ি নিয়ে পুজো কমিটিগুলি প্রতিমা বিসর্জনে যেতে পারবে বলে জানিয়েছে পুলিশ। বিসর্জনের কোনও শোভাযাত্রা করা যাবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, মণ্ডপ থেকে সোজা ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন করতে হবে। তবে ঠিক কত সংখ্যক লোক নিয়ে বিসর্জন করা যাবে সেটা এখনও স্পষ্ট করা হয়নি।