দেশ

বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে, হবে তিনটি অস্ত্রোপচার!

তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালেই গতকাল থেকে ভর্তি রয়েছেন ৷ উন্নত চিকিৎসার জন্য এবার সেখান থেকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-কে ৷ গতকাল তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য তিনি ৷ গতকাল কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন সেনা আধিকারিকের৷ তবে প্রাণে বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ যদিও তাঁরও শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷ তবে স্থিতিশীল রয়েছেন তিনি ৷ গ্রুপ ক্যাপ্টেনের তিনটি অস্ত্রোপচার করা হবে ৷ তার জন্য বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন আহত সেনা আধিকারিকের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কেপি সিং ৷ ইতিমধ্যেই তিনি ওয়েলিংটনে পৌঁছেছেন ৷ যদিও ছেলের স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করতে পারেননি তিনি ৷