সাইবার প্রতারণার জাল বিস্তার করা হয়েছে বলে সতর্ক করল ভারত সরকার। রবিবার থেকে শুরু হতে পারে এর হানা। ইমেলের মাধ্যমে তারা এই বিশেষ ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। যা সাধারণ মানুষের সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করে নেবে। কেন্দ্র একটি মেল আইডির উদাহরণ দিয়ে জানিয়েছে, [email protected] সম্ভবত এরকম আইডি থেকে একটি মেল আসতে পারে। সাধারণ মানুষের মনে এখন করোনা ভাইরাসের ভয় দানা বেঁধে রয়েছে। তাই কোভিড সংক্রান্ত কোনও মেল দেখলেই স্বাভাবিক অভ্যাস থেকেই সেই ইমেলটিতে ক্লিক করে ফেলতে পারেন অধিকাংশ মানুষ। আর সেখানেই বিপদ! কোভিড শুধু মোড়কে। ভিতরে রয়েছে সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জাল। আর সাইবার প্রতারকেরা ব্যবহার করতে পারে সরকারের নাম। যাতে ইমেলটির একটি বৈধতা এবং গুরুত্ব তৈরি হয় সাধারণ মানুষের কাছে। রবিবার সেকথা জানাল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অন্তর্গত কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সার্ট-ইন। প্রতারকদের দাবি, এদের কাছে দেশের ২০ লক্ষ নাগরিকের ইমেল আইডি রয়েছে। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই এবং আহমেদাবাদের সমস্ত বাসিন্দাদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে বিভিন্ন ইমেল পাঠানোর পরিকল্পনা করছে তারা। দেশের মেট্রোপলিটান শহরগুলিতে করোনার প্রকোপ সবথেকে বেশি। আর শহরের বাসিন্দাদের মধ্যে করোনা সংক্রান্ত আতঙ্কটাও বেশি। যার ফলে তাঁদেরকে ইমেল করলে কাজ হাসিল হওয়ার সম্ভাবনাও বেশি। এরকম মেল-এ ক্লিক করার পর একটি ভুয়ো ওয়েবসাইট খুলে যাবে। এমনভাবেই সবটা ডিজাইন করা হয়েছে যেখানে ব্যবহারকারী ভুয়ো ফাইল ডাউনলোড করে ফেলবেন ও নিজের তথ্য সরবরাহ করতে উদ্বুদ্ধ হবেন। সাইবার নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে, যোগাযোগের তালিকায় থাকা ব্যক্তির কাছ থেকে ইমেল এলেও অযৌক্তিক মনে হলে তা খোলা যাবে না। কোনও অস্বাভাবিকত্ব টের পেলে [email protected] এই ওয়েবসাইটে রিপোর্ট করতে হবে।