হোমিওপ্যাথি চিকিৎসায় নির্মূল হবে করোনা, এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন একদল হোমিওপ্যাথি চিকিৎসক। চিঠিতে বলা হয়েছে, মাত্র ১০ টাকা ব্যয় করে কিনতে হবে ৩টি হোমিওপ্যাথি ওষুধ, যার মধ্যে আছে আর্সেনিকাম অ্যালবাম, ফসফরাস এবং টিউবারকুলিনাম। ডাক্তারদের দাবি, এই তিনটি ওষুধেই নির্মূল হবে করোনা। ২০২০ সালে দেশে করোনা অতিমারীর আকার নিলে কেন্দ্রের আয়ূষ মন্ত্রক এবং সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির যৌথ উদ্যোগে বিভিন্ন রাজ্যে আর্সেনিক অ্যালবাম ৩০’র ট্রায়াল শুরু হয়। যেখান থেকে ৯৯.৬৯% ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানান হোমিওপ্যাথি ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, গুজরাট, কেরল এবং মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এই হোমিওপ্যাথি ওষুধ করোনা রোগীদের ওপর কার্যকরী হয়েছে। করোনা মোকাবিলায় হোমিওপ্যাথি চিকিৎসার খরচ অনেক কম হয় বলে দাবি জানিয়েছিল দ্য হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। প্রোটোকল অনুযায়ী, প্রথম ৩ দিন খালি পেটে আর্সেনিকাম অ্যালবাম খেতে হবে। ১৫ দিন পর ফসফরাস ৩০, ৩ দিন খেতে হবে। ১৫ দিন পর টিউবারকুলিনাম (দুটি ডোজ, চারটে করে দানা) খেতে হবে। ১৫ দিন পর টিউবার কুলিনাম ওয়ান এম (১টা ডোজ, ১ দিন) এবং আরও ১৫ দিন পর টিউবারকুলিনাম টেন এম (১টা ডোজ, ১ দিন)।