করোনা রিপোর্ট নেগেটিভ এল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। আজ বিকেলে রিপোর্ট আসতে দেখা গেল, সেটি নেগেটিভ। অর্থাত্ কেজরিওয়াল করোনা আক্রান্ত নন।
এর আগে গত রবিবার দুপুরেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠক করেন তিনি, ঘোষণা করেন দিল্লির হাসপাতালে বেড সংরক্ষণের নয়া সিদ্ধান্ত। কিন্তু সেদিন বিকেল থেকেই হালকা জ্বর এবং গলা ব্যথায় কাবু ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর সবক’টিই কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার উপসর্গ হওয়ায় তিনি সেলফ-আইসোলেশনে গিয়েছিলেন। বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর সব বৈঠক। মঙ্গলবারই তাঁর করোনা পরীক্ষা হয়। আপ নেতা রাঘব চাড্ডা জানিয়েছিলেন, ‘কেজরিওয়ালের জ্বর রয়েছে, সঙ্গে গলা ব্যথা। দুটোই করোনার উপসর্গ বলে চিকিত্সক তাঁকে করোনার পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। উনি ডায়াবিটিসের রোগী, আর সেটাই চিন্তা বাড়াচ্ছে। এত চাপের মধ্যে ভালো করে ঘুমও হয়নি, সেটাও অসুস্থতার কারণ হতে পারে।’ এরপর টুইট করে কেজরিওয়ালের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শেষপর্যন্ত অবশ্য সব আশঙ্কা দূর করল মঙ্গলবার বিকেলের রিপোর্ট।