দিল্লিতে একদিকে যখন চলছে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। তখন সেখান থেকে কিছুটা দূরে দেশের কুস্তিগিরদের টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। নরেন্দ্র মোদীর নয়া সংসদ ভবনের উদ্বোধন দেখে কংগ্রেসের শীর্ষে নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছিলেন, ” এই অনুষ্ঠানকে আসলে নরেন্দ্র মোদীর রাজ্যাভিষেক বলে মনে হচ্ছে।” সেই টুইটের কয়েক ঘণ্টা বাদে সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়াদের ওপর পুলিশের অত্যাচারের ভিডিয়ো পোস্ট করে রাহুল গান্ধী টুইট করলেন, ” রাজ্যাভিষেক পূর্ণ হল। দাম্ভিক রাজাকে রাস্তায় পিষে ফেলা স্বরের আওয়াজ।’ দিল্লির যন্তরমন্তরে সাক্ষী মালিক, বিনেশ ফোগত ও সঙ্গীতা ফোগতকে আটক করে পুলিশ। প্রতিবাদী কুস্তিগীররা তাঁদের সমর্থকদের নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে নবনির্মিত সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।