দেশ

‘কুস্তিগিরদের আটক আমাদের দেশের লজ্জা, অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে’, ক্ষোভ প্রকাশ মমতার

তাঁরা কুস্তিতে দেশের প্রথম সারির ক্রীড়াবিদ। অলিম্পিক থেকে এশিয়ান গেমস, নানা প্রতিযোগিতায় দেশের জন্য পদক আনেন। তাঁদের হাসিতেই শত আলোয় ভরে যায় আসমুদ্রহিমাচল দেশবাসীর মুখ। আজ সেই দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অথচ সেদিকে যাওয়ার চেষ্টা করতেই সাক্ষী মালিক, বিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত, বজরং পুনিয়াদের কপালে জুটল পুলিশি আটক। জোর করে ধরপাকড় চালিয়ে তাঁদের তুলে দেওয়া হল বাসে। রাজধানীতে ঘটা এমনই ঘটনার এবার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক টুইটে তিনি জানিয়েছেন, ‘যেভাবে দিল্লি পুলিশ সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের আটক করেছে, তার তীব্র নিন্দা করছি। আমাদের দেশের চ্যাম্পিয়নদের এইভাবে হয়রান হতে হচ্ছে, এ আমাদের দেশের লজ্জা। ওদের যত শীঘ্র সম্ভব মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ওদের সঙ্গেই আছি।’ টুইটে মমতা আরও লেখেন, ‘গণতন্ত্রের ভিত্তি

হল সহনশীলতা। একনায়কতান্ত্রিক শক্তি বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না, তাদের জায়গাও দেয় না।’ যন্তরমন্তর নতুন সংসদ ভবন থেকে মাত্র দু’ কিলোমিটার দূরে। প্রতিবাদী কুস্তিগিররা দীর্ঘদিন ধরে সেখানে দেশের কুস্তি ফেডারেশনের প্রধান, বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের অপসারণ ও গ্রেফতারির দাবিতে অবস্থানে রয়েছেন। অভিযোগ, ব্রিজভূষণ দীর্ঘদিন ধরে মহিলা কুস্তিগিরদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। ব্রিজভূষণ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন বিজেপি সরকারের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতারও করেনি। অথচ দেশের হয়ে পদক জয়ী কুস্তিগীরদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে আটক করেছিল। অন্যদিকে, দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, ‘আইন ভাঙার কারণেই প্রথম সারির ক্রীড়াবিদ আটক করা হয়েছে। উপযুক্ত বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হবে।’