বকেয়া থাকা সম্পত্তি কর আদায় করতে এবার কড়া পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে বকেয়া কর আদায়ের জন্য কলকাতা পুরসভার সম্পত্তি কর দফতরের আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সূত্রে খবর, এক কোটি টাকার ওপরে বকেয়া কর রয়েছে এরকম করখেলাপিদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবার চিফ ম্যানেজররা। যাদের ২৫ লাখ টাকা থেকে এক কোটি টাকার মধ্যে সম্পত্তি কর বকেয়া রয়েছে তাঁদের সঙ্গে কথা বলবেন অ্যাসেসর কালেক্টররা। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে বকেয়া সম্পত্তির কোনও আইনি সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করার জন্য বলা হয়েছে। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে পুর কমিশনার বিনোদ কুমার একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানিয়েছেন। বকেয়া কর আদায় করতে বেসরকারি সম্পত্তির মালিকদের পাশাপাশি সরকারি সম্পত্তিগুলিকেও একযোগে চিঠি পাঠাচ্ছে পুরকর্তৃপক্ষ।