কর্ণাটকের কোডাগু এলাকায় এক রিসর্টে মৃত অবস্থায় পাওয়া গেল এক দম্পতি এবং তাঁদের ১১ বছরের কন্যাকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ১১ বছরের মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছে দম্পতি। রিসর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ওই পরিবারটি রিসর্টে এসেছিল। তাঁরা কেরালার কোট্টায়ামের বাসিন্দা। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে বলা হয়েছে, চরম আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ওই পরিবারের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে।