নদিয়া: এবার কল্যাণীতেও করোনার পরীক্ষা শুরু হতে চলেছে। কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে চালু হচ্ছে কোভিড ১৯ টেস্ট ল্যাব। তাই জেলায় সংগৃহীত লালারসের নমুনা এবার থেকে পরীক্ষা করা হবে এখানেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিএমআরের অনুমোদন- সহ সমস্ত সরকারি অনুমতি চলে এসেছে। ল্যাবের সমস্ত কাজও প্রায় সম্পন্ন। এখন শুধু চালুর অপেক্ষায় রয়েছে এই ল্যাব।
কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের সুপার ডাক্তার অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, শুরুতে প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ জনের লালারসের পরীক্ষা করা হবে এই ল্যাবে। সংগৃহীত নমুনার সংখ্যা বাড়লে টেস্টও বাড়ানো হবে।
এতদিন পর্যন্ত নদিয়া জেলায় সংগৃহীত সমস্ত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হত কলকাতায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও পাঠানো হত কিছু নমুনা। কল্যাণীতে এই ল্যাব চালু হওয়ায় এবার থেকে জেলার সমস্ত কোভিড ১৯ টেস্ট জেলাতেই করা হবে। নিয়ম মেনে ২৪ ঘণ্টার মধ্যেই টেস্টের রিপোর্ট পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।