কলকাতা

ভাঙড়ের আইনশৃঙ্খলা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ সিপি মনোজ কুমার ভার্মার, থাকবে অতিরিক্ত মহিলা বাহিনী

ভাঙড় আগেই এসেছে কলকাতা পুলিশের অধীনে । কিন্তু সেখানে পর্যাপ্ত বাহিনী নেই । কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন থেকে বাহিনী আসতে দেরি হয় । বাহিনী না-থাকায়, কিছুদিন আগেই ভাঙড়ে অশান্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । এসব কারণেই এবার ভাঙড়ে ব্যারাকের পাশাপাশি আসতে চলেছে কলকাতা পুলিশের অতিরিক্ত মহিলা বাহিনী । পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য থাকবে র‍্যাফও । আজ লালবাজারে ভাঙড়ের পুলিশি নিরাপত্তার দায়িত্বে থাকা পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন নগরপাল মনোজ কুমার ভার্মা। সেখানে তিনি কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে ভাঙড় এবং উত্তর কাশিপুর থানার বেশ কয়েকজন আহত পুলিশকর্মীর সঙ্গে পৃথকভাবে কথা বলেন । তাঁদের সঙ্গে কথা বলে তিনি জানতে চান, ওই এলাকায় পুলিশকর্মীদের কাজ করতে কী কী বাধার সম্মুখীন হতে হচ্ছে । জানা যায়, পুলিশকর্মীরা যে সব বাধার মুখে পড়েন, তার মধ্যে অন্যতম হল ম্যানপাওয়ার । কিছুদিন আগেই ভাঙড়ে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় কলকাতা পুলিশের আধিকারিকদের ব্যাকআপ ফোর্সের ঘাটতির শিকার হতে হয়েছিল । ভাঙড় থেকে কলকাতা পুলিশের সদর দফতরের দূরত্ব অনেকটাই । কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বারুইপুর জেলা পুলিশ এবং আশপাশের থানা থেকে বাড়তি বাহিনী নিয়ে আসতে হয় ভাঙড় ডিভিশনকে । এর জন্যই এবার থেকে ভাঙড়ে বাহিনী রাখার জন্য স্থায়ী পুলিশ ব্যারাকের পাশাপাশি তৈরি করা হবে মহিলা পুলিশ ব্যারাক ও রিজার্ভ ফোর্সের অফিস । যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে বাইরে থেকে বাহিনী আনার জন্য অপেক্ষা করতে না-হয় ৷ সেখানে উপস্থিত বাহিনী দিয়েই যাতে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করা যায় ।