কলকাতা

কলকাতা পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে বাম-বিজেপি

নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করল বাম-বিজেপি ৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলের আইনজীবীরা । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে সেই দিনই তাঁদের বক্তব্য শোনা হবে। বিজেপির পাশাপাশি সিপিআইএমের তরফে মামলার অনুমতি চাওয়া হয় ৷ দু’টির অনুমতিই দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকারের আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় জানান, গতকাল কলকাতা পৌরভোটে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে । সেই মর্মে তাঁরা আবেদন জানাতে চান এবং মামলাটি দ্রুত শুনানির যাতে ব্যবস্থা করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন ৷ কারণ আগামিকাল এই ভোটের গণনা রয়েছে । কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে ৷ ওইদিনই সব পক্ষের বক্তব্য শোনা হবে।