রবিবার সকালে আচমকাই কলকাতার বাঁশদ্রোণী থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। খবর পেয়ে বাঁশদ্রোণী থানায় ছুটে আসেন সিপিএম নেতারা। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট থানায়। সেই ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে সোমবার সন্দেশখালি ১ ও সন্দেশখালি ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টার বনধ ডাকল সিপিএম। বনধের পাশাপাশি সোমবার বেলা এগারোটা থেকে বসিরহাটে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখাবেন সিপিএম কর্মী-সমর্থকরা। সিপিএমের দাবি, অভিযুক্ত শাহজাহান শেখের বিরুদ্ধে হামলার অভিযোগের পর ৩৪ দিন কেটে গিয়েছে। তাকে গ্রেফতার করা যায়নি। অথচ যে নিরাপদ সর্দার ঘটনাস্থলেই ছিলেন না তাকে কেন গ্রেফতার করা হল। এর জবাব দিতে হবে। রবিবার সন্ধেতেও বসিরহাট থানায় বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা।